রেডিও টুডে বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল, আত্মপ্রকাশ ২০০৬ সালে। ঢাকা-সহ বাংলাদেশের বেশিরভাগ ছোটবড় শহরে সাতদিন ২৪ ঘণ্টা সম্প্রচার করে চ্যানেলটি। রেডিও টুডের বিশেষত্ব হল খবর পরিবেশনা এবং 'ইনফোটেইনমেন্ট'। বিনোদনের পাশাপাশি দিনে ৫ বার প্রকাশিত হয় বাংলা/ইংরেজি খবর বুলেটিন।